মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্টোক প্যারালাইজড
জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাহরাস্তিতে ৪৯ জন রোগীকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ জুন,সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্হপনায় আয়োজিত অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ।উপজেলা পরিসংখ্যান অফিসার খলিলুর রহমানের পরিচালনায় এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর–৫ শাহরাস্তি হাজীগঞ্জের আসনের সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।