Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক সন্দেহে বন্ধুর গলা কেটে রক্তপান

আন্তর্জাতিক ডেস্ক
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এমন সন্দেহে ভারতের কর্নাটকে প্রতিশোধ স্পৃহায় বন্ধুর গলা কেটে রক্ত পান করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুরে ঘটেছে ভয়ঙ্কর এ ঘটনা। আর তা ক্যামেরায় ধারণ করেছেন এক প্রত্যক্ষদর্শী। গুরুতর আহত ওই বন্ধু জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিজয়ের সন্দেহ ছিল তার স্ত্রীর সঙ্গে বন্ধু মারেশের অবৈধ সম্পর্ক আছে। ১৯ জুন বিজয় কিছু কাজের অজুহাতে মারেশকে ডেকে আনেন। এ সময় মারেশকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন বিজয়। তাদের তর্কাতর্কির এক পর্যায়ে রাগে উন্মত্ত বিজয় একটি ধারালো অস্ত্র দিয়ে মারেশের গলা কেটে ফেলে বলে অভিযোগ। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে, বিজয়কে দেখা গেছে মারেশকে ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে তিনি তার বন্ধুর রক্ত পান করছেন। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রটি ছোট হওয়ায় ক্ষত খুব গভীর হয়নি।

এতে আরও দেখা যায়, গলা কাটা অবস্থায় মারেশ পড়ে আছেন আর বিজয় তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। এক পর্যায়ে মারেশ জিজ্ঞেস করেন, বিজয় তাকে মেরে ফেলবেন কিনা। এ সময় দেখা যায়, বিজয় নিচু হচ্ছেন আর মারেশের কাটা গলা থেকে বের হয়ে আসা রক্ত পান করছেন। এর পাশাপাশি তাকে আহত ব্যক্তিকে কিলঘুষি ও থাপ্পর মারতেও দেখা যায়।

রক্ত হিম করা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ বিজয়কে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে নিকটবর্তী থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
ইরানে হিজাব ছাড়া বের হলে ১০ বছর কারাদণ্ডের বিল পাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হলেন ব্রাহ্মণবাড়িয়ার ফয়সাল
শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: নরেন্দ্র মোদী
এবার ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের বিবৃতি
বিদেশে থাকা নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিলো উত্তর কোরিয়া
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

আন্তর্জাতিক এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।