নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, সিআরসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করেছে।
১৬ জুন বৃহস্পতিবার রাতে ও বিভিন্ন সময়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে উপজেলার পৌর এলাকার অভিযান পরিচালনা করে এসআই আবদুল কুদ্দুস সঙ্গিয় ফোর্সসহ ৬শ গ্রাম গাঁজাসহ মোঃ ইমাম হোসেন প্রকাশ পাগলা ইমন(২৮), রওশন মিজি (২৭), সোহেল(২২) ও মোঃ শাহাদাৎ হোসেন বাপ্পি(২৮)কে আটক করে।
একই দিনে এস আই মোঃ মহসিন কবির, ফরিদগঞ্জ থানাধীন চির্কা চাঁদপুর গ্রামে নিয়মিত মামলার আসামী আসামী অলি উল্লা তালুকদার(৪৫)ও তার স্ত্রী রাশিদা বেগম(৪০) আটক করে এবং এসআই মোঃ নাছির আহাম্মদ গাজীপুর মেট্রোর গাছা থানা এলাকাধীন হতে সি.আর পরোয়ানাভূক্ত আসামী জুয়েল আহাম্মেদ হাওলাদার ও খাদিজা আক্তারকে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আশে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৪জন ও বিভিন্ন নিয়মিত মামলায় আরো ৪জনসহ মোট ৮জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।