কচুয়া প্রতিনিধি
বিএনপি কখনোই দেশের উন্নয়ন করতে সক্ষম হয়নি। তারা দেশে অত্যাচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার প্রসন্নকাপ-বাংলাবাজার ব্রিজ ও প্রসন্নকাপ প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
ম খা আলমগীর বলেন, আওয়ামী লীগের ১৫ বছরে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বকে বিজয়ী করতে প্রস্তুত নেতাকর্মীরা। আওয়ামী লীগের উন্নয়ন দেখে হতাশ বিএনপি। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন প্রমূখ।