নিজস্ব প্রিতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের বালক গ্রুপে ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ পৌরসভা একাদশ এবং বালিকা গ্রুপে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে কোয়াটার ফাইনালে উন্নিত ফরিদগঞ্জ উপজেলা দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা।
১৬ জুন বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুকিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারি কমিশণার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা শেষে উভয় দলকে সংবর্ধনা প্রদান করা হয়।