মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শাহারাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার পাটোয়ারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ারী ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৫- হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য, বায়রার সিনিয়র সহ-সভাপতি ও কলাবাগান -ধানমন্ডি ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম ফিরোজ। তিনি তার বক্তব্য বলেন,ঢাকাতে বঙ্গবন্ধু হত্যার পর আমি সহ বেশ কয়েকজন মাঠে নেমেছিলাম। ঐদিন কোন নেতাকে খুঁজে পাইনি। এখন যারা আমাদেরকে অতিথি পাখি বলছে তাদের নিজস্ব বাড়ি নাই আমাদের বাড়ি রয়েছে আমরা নিজ বাড়িতে ঘুমাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজ থেকে আমিও একজন প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল,সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাবউদ্দিন হেলাল, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ নাজির আহমেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির,সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার আমির, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।