চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের তিন উপজেলায় গেল কয়েকদিন বিভিন্ন সময় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-
শাহরাস্তি:
শাহরাস্তির শোরসাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৩ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
ইউপি সদস্য শাহ্ মিরন জানান, শোরসাক বাজারের নৈশ প্রহরী মিজান প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে। সংবাদ পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কচুয়া:
কচুয়ার বাইছারা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে এক কাপড় ব্যবসায়ীসহ দু’পরিবারের ছোট-বড় ৬টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় বৈদ্যুতিক সটসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডে দু’পরিবারের নগদ টাকা, স্বর্নগহনা, মালামালসহ প্রায় অর্ধ কোটির টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করছেন।
স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল আমিন জানান, বুধবার সন্ধ্যায় শহীদ উল্যাহ’র গৃহ থেকে অন্ডিকান্ডের সুত্রপাত হয়ে মুর্হুতের মধ্যে ৬টি ঘর পুড়ে যায়। খবর পেলে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় দু’ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে বৃদ্ধা খায়রূন নাহার, প্রতিবেশী সুজন, সুমন, এরশাদ উল্যাহ ও জাহিদসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। এদিকে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল ও গৃহ হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
মতলব উত্তর:
মতলব উত্তরের সাহাবাজ কান্দি গ্রামের সিয়াম স’মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
১২ সেপ্টম্বর, মঙ্গলবার রাতে উপজেলার সাহাবাজ কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৪ টায় দিকে স’মিলে আগুন ধরিয়ে দেয় দূর্বত্তরা। কয়েক জন গাড়ি চালক আগুন দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। খবর পেয়ে ফায়ারসার্ভিস আসে, কিন্তু এর আগেই আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়রা। কিন্তু এর আগেই পুরে ছাই হয়ে যায় স’মিলে থাকা আসবাবপত্র যন্ত্রপাতিসহ স’ মিলে থাকা সবকিছু। এতে স’মিল মালিকের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।