প্রিয়পোস্ট ডেস্ক
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে ওই বাড়িরই জামাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বেশ কয়েকদিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। গত শুক্রবার (১৮ আগস্ট) ভারতের পুরুলিয়ার বরাবাজারের বেলডি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গেল শুক্রবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল জামাই। রাতে খাওয়া দাওয়া শেষে বাসার সবাই ঘুমিয়ে যান। হঠাৎ মাঝ রাতে ঘুম থেকে বাড়ির লোকজন উঠে দেখেন ১৭ বছর বয়সী কিশোরী বাড়িতে নেই। এরপর তারা দেখেন যে জামাইও বাড়িতে নেই।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন বুঝতে পারলেন যে, শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে জামাই। পরে জামাইয়ের বাড়িতে খোঁজ নেওয়ার পরেও জানা যায় সে বাসাতেও যায়নি তারা। এতে ওই কিশোরীর পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়।
এ ঘটনায় কিশোরীর পরিবার স্থানীয় থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন। সোমবার রাত পর্যন্ত নিখোঁজ কিশোরী ও জামাইয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ।