চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে ঘোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, সকালে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হযরত আলী মালকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রাজনৈতিক মামলায় চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান ও পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হযরত আলী মালকে তার ওয়ার্ড থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান, এএসআই হেলাল হোসেন, ওহিদ, সাইফুল ও সঞ্জয় তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।