হাবিবুর রহমান ভূঁইয়া
জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা চৌধুরী ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার হাতে শ্রেষ্ঠ যুব সংগঠকের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শাহরাস্তি অফিসের জোনাল ম্যানেজার (ডিজিএম) মোঃ মোবারক হোসেন খাঁন।
ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন। তিনি পরপর দুইবার শ্রেষ্ঠ সংগঠকের এ সম্মাননা অর্জন করেন।
এবারের শাহরাস্তির বন্যায় তার নেতৃত্বে শাহরাস্তি ইউথ ফোরামের উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় ২ শত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের প্রখ্যাত আলেম মাওঃ আবু বকর সিদ্দিকের একমাত্র ছেলে।
দীর্ঘদিন তিনি শাহরাস্তিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পেশায় প্রকৌশলী মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন ছাড়াও কম্পিউটার নিয়ে হায়ার ডিপ্লোমা শেষ করেন। বর্তমানে তিনি আর্কিভিশন ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট,স্মার্টেক্স ডিজিটাল ও অনলাইন নিউজ পোর্টাল প্রিয়পোস্ট ডটকমের ব্যবস্হাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত। এছাড়া সাপ্তাহিক মানবখবর পত্রিকার যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।