চাঁদপুরের শাহরাস্তির আহম্মদনগর গ্রামে খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ১৭ নং রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর মনগাজী বাড়ির মোঃ খোরশেদ আলম এর খড়ের গাদায় ৪ এপ্রিল দিবাগত রাতে কে বা কাহারা( বাড়ির পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত) আগুন ধরিয়ে দেয় এতে ঘরের গাদাটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। বিষয়টি বাদী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে থানায় অভিযোগ দেওয়ার জন্য গেলে মৃত নজর আলীর ছেলে মোঃ শফিউল্লাহ গং বাদীর দুই মেয়ে ও পুত্রবধূকে মারধর করে এবং তার ঘর দরজা পিটিয়ে ভাঙচুর করে ক্ষতি সাধন করে। এ ব্যাপারে খোরশেদ আলম বাদী হয়ে শাহরাস্তি থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।