চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে মসজিদে।
ঐতিহাসিক এ মসজিদের প্রথম জামাতে অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আবদুর রউফ। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া সকাল ৮ টায় দ্বিতীয় জামাত এবং সকাল ১০ টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।