Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম :
সংসদে ১৫০ তরুণ এমপি চান ভিপি নুর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়ালো শাহরাস্তিতে বন্যার্ত ১৩ শত ৫০ জন কৃষক পেল উফশী আমন ধান বীজ  সার সহ  কৃষি উপকরণ সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শনে পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান আল্লাহর আইন কায়েম হলে সকলে সমান আলো পায়—অধ্যাপক অধ্যাপক মোঃ আবুল হোসেন এবার মোদির পদত্যাগের ‘একদফা’ দাবি প্রতীকসহ নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ বন্যার্তদের মাঝে ফুডপ্যাক বিতরণ ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার প্রতিহিংসা পরিহার করে সুন্দর সমৃদ্ধ দেশ  গড়তে সবাই এগিয়ে আসুন: ইঞ্জিঃ মমিনুল হক

শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুরের শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০জুন) সকালে শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

শাহরাস্তি সহকারী কমিশনার ( ভূমি) ) রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত। তিনি বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত বিষয়টি একটি জটিল বিষয়। কিন্তু বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় জনগণকে সহজে সেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি ব্যবস্থা করা হয়েছে । ইতোমধ্যে যার সফলতা জনগণ ভোগ করতে শুরু করেছে। আগামী প্রজন্ম আরো সহজ ভাবে এই ভুমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল ওয়াকিলের পরিচালনায় এ সময় অন্যান্য অতিথি ছিলেন, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবু হাসান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা রাজস্ব প্রশাসনে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, একদিনে ২য় সর্বোচ্চ কর আদায়কারী আবদুল মান্নান মিয়া,শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন কর আদায়কারী মো:মনির হোসেন, একদিনে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী সাহাদাত হোসাইন, ভূমি উন্নয়ন প্রচারে সেবাদানকারী মো: আবুল বাশার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,শ্রেষ্ঠ উদ্যোমী ভূমি উন্নয়ন কর আদায়কারী সমীর রঞ্জন বর্ধন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মো:আনোয়ার হোসেন, মাসুম বিল্লাহ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস,আবদুল্লাহ আল ওয়াকিল, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিস।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
শাহরাস্তিতে বন্যার্ত ১৩ শত ৫০ জন কৃষক পেল উফশী আমন ধান বীজ  সার সহ  কৃষি উপকরণ
শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শনে পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান
বন্যার্তদের মাঝে ফুডপ্যাক বিতরণ ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার
শাহরাস্তিতে বানবাসীদের মাঝে পিসবের ত্রাণ সামগ্রী বিতরণ
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বর্ন্যাতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
শাহরাস্তিতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

সারাদেশ এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক: ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,  প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত। বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫