মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
শাহরাস্তিতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ৩ বিদায়ী কর্মকর্তা ও ২ নবাগত কর্মকর্তার সংবর্ধনা ও বিদায় বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছ। ২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ পরিবারের আয়োজনে প্রাণীসম্পদ অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (নবাগত) ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল শামীম এর সভাপতিত্বেও নবাগত প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মাকসুদ আলম, বিদায়ী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আসিফ হোসেন ও অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ মফিজুল ইসলাম, এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউনিয়নের এল এস পি মোঃ ইয়াকুব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।