হাবিবুর রহমান ভূঁইয়া
যথাযথ মর্যাদায় শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে এবারে দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়। ৯ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উক্ত দিবস অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে উপজেলা পরিষদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। অতঃপর পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি একটি মনস্তাত্ত্বিক বিষয়। একজন মানুষ জীবনের শুরুতে দুর্নীতিগ্ৰস্থ হননা। কোন অফিসের প্রধান দুর্নীতি মুক্ত থাকলে ঐ অফিসের অন্যরাও দুর্নীতি মুক্ত থাকেন। একজন দুর্নীতিগ্ৰস্থ কর্মী তার দুর্নীতির করার বিষয়ে তিনি বিভিন্ন যুক্তি ও অযুহাতে দাঁড় করেন। চেষ্টা করলে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাখা অনেক সহজ।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, শাহরাস্তি মড়েল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওলি উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদ আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খাঁন, যুব উন্নয়ন অফিসার শামসুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ার এবং শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।
বর্ণিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা সহ প্রেসক্লাবের সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।