মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) মুক্তিযুদ্ধের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোঃমোশারফ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ কাউসার আলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল পারভেজ, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম রায়হান, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি, মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রভাষক ইমরান হুসাইন,প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, মিশু দে, প্রভাষক শাহপরান সুমাইয়া নাসরিন আকন্দ, শাহাদাত হোসেন, সোহেল হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন,মোহাম্মদ সরোয়ার আলম, মোঃ ওমর ফারুক, অফিস সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধের কথা ও জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে রচনা প্রতিযোগিতা,কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেম।