রুহুল আমিন তরুন
জতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় শুরু হয়ে রাত ১২টায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পরকালীন নাজাতের জন্যে মোনাজাতে মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।
শাহরাস্তি উপজেলার কালীবাড়ী বাজার মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সুন্দবন ষ্ট্রীল কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, চট্টগ্রামের ফটিকছড়ির হজরত মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী।
উক্ত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, বিশ্ব বরেণ্য ও বিখ্যাত মিশরের ক্বারী আব্দুল বাসেত (রহ.) এর সুযোগ্য সাহেবযাদা শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার শায়খ ক্বারী রেজাঈ আইয়ুব, আফ্রিকা থেকে আগত শায়খ ক্বারী ফারদান আদম, পাকিস্তান থেকে আগত শায়খ ক্বারী সালমান হাবিব, শায়খ ক্বারী জিসান হানিফ এবং চট্টগ্রামের নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার উচ্চতর তাজবীদ ও ক্বেরাত বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ক্বারী এমদাদ উল্যাহ।
এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তির জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার মোহতামিম মাওলানা হোসাইন আহম্মদ, ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহরাস্তির জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ উল্যাহ , কুমিল্লা বিভাগ জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজির আহম্মদ শিবলী, চাঁদপুর জেলার জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সভাপতি ও বাগীছাপুরের পীর মাওলানা আনসার আহম্মদ এবং চাঁদপুর জেলার জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাড়াও অন্যান্য জেলার কোরআন প্রেমী লাখো মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন, জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন, জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফারুক আহমাদ এবং জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।