চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের পুলিশ পরিদর্শক মো. কালাম খান আসামীর ১০ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিকেলে র্যাব-১১ এর একটি দল আসামি আকাশ মন্ডলকে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল এর পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করে। সেখান থেকে তাকে কঠোর নিরাপত্তায় র্যাব, নৌপুলিশ ও গোয়েন্দা পুলিশ আদালতে নিয়ে যায়।
নৌ পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে হাজির করেন। এরপর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ ডিসেম্বর(সোমবার) চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা মাঝেরচর খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
জাহাজে হতাহতের ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে।
সবশেষ জাহাজ মালিক মাহবুব মোর্শেদ মঙ্গলবার রাতে হাইমচর থানায় ৩৯৬/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করেন।