ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে মালবাহী ট্রাক্টর রাস্তার পাশে খাদে পড়ে চালক তানভীর আহম্মেদ রনি (২১) নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মে) বিকেলে উপজেলার ধারা বাজার সড়কের গাঙ্গিনাপাড় নামক স্থানে।
নিহত ট্রাক্টর ড্রাইভার তানভীর আহম্মেদ রনি উপজেলার গাজিরভিটা শিমুলকুচি এলাকার আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনার-পার নামক স্থানে একটি লরি ট্টাক নিয়ন্তন হারিয়ে খাদে পড়ে গেলে,চালক তানভির আহাম্মেদ রনি ময়লা যুক্ত নর্দমায় , ইন্জিনের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ায় ফাইটার হারুন অর রশিদের অক্লান্ত প্রচেষ্টায় ও টিমের সহযোগীতায় সন্ধ্যার কিছুক্ষন আগে তানভির আহাম্মেদ রনির মৃতদেহ উদ্ধার করে।
হালুয়া ঘাট থানা পুলিশ সুত্রে জানা যায়, ট্রাক্টরটি ধারা বাজার থেকে হালুয়াঘাট সড়কে যাওয়ার পথে গাঙ্গিনাপাড় নামক স্থানে এসে হঠাৎ উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক রনি ওই ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।