Header Border

ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)

সকলে মিলে ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করবো

ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার দুপুরে উপজেলা কাউনিয়া এলাকায় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। তাই আমাদের এখন থেকেই মাঠে কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, নির্বাচন সামনে আসছে। তাই অনেকেই মনোনয়ন চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মনোনয়ন দিবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যেহেতু আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং অংশগ্রহণমুলক হবে। তাই যাকে দিয়ে দলের জয় নিশ্চিত হবে, অবশ্যই দল সেই ব্যক্তিকেই মনোনয়ন দিবে।

আমি বিগত দিনগলোতে আওয়ামী লীগ এবং সকল অঙ্গসংগঠনগুলোর সাতে নিরবচ্ছিন যোগাযোগ রেখেছি । তারাও আমার খোঁজ-খবর রেখেছেন। আজকের এই উপস্থিতিই তার প্রমাণ। আপনাদের নিয়ে নির্বাচনী মাঠে নামবো। প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে যেয়ে সভা করবো, কথা বলবো। আমাদের কথা হলো আওয়ামী লীগ সরকার ধারাবাহিক ভাবে যেই উন্নয়ন করছে, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যেই ঘোষনণা দিয়েছেন, তার সঠিক বাস্তবায়ন করতে হলে আমাদেরও সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিজয় নিশ্চিতে কাজ শুরু করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, শেখ শাহ আলম, এস এম কাউসারুল আলম কামরুল. শেখ হোসেন আহাম্মদ রাজন, যুবলীগ নেতা দেলোয়ার মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, প্রচার সম্পাদক সুলতান আহাম্মেদ রিপন, সদস্য হাসান আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা জাফর উল্লা সুজন ছাড়াও প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবমহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এর বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
বড় ধরনের রদবদল বিএনপির কেন্দ্রীয় কাঠামোতে
কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রূপের ঝলক
নির্বাচন বর্জনের দাবীতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ
শাহরাস্তিতে ওমর ফারুক রুমির সাংবাদিক সম্মেলন
জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে : রুহুল কবির রিজভী
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে : ওবায়দুল কাদের

রাজনীতি এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ড. মোয়াজ্জেম হোসেন, সম্পাদক মন্ডলীর সভাপতি: এ্যাড. মো. হেলাল উদ্দিন, সম্পাদক: অধ্যাপক মো. শাহাদাত হোসেন, নির্বাহী সম্পাদক: মো. ওমর ফারুক দর্জি, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত
বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫