শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই,রবিবার মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর উদ্যোগে প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার ছিলেন একজন নিবেদিত শিক্ষক, নিবেদিত মানুষ যার স্মৃতি বলে শেষ করা যাবেনা, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ হওয়ার পেছনে শিক্ষক কবির মজুমদারের অনেক অবদান, কলেজের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের অবকাঠামোগত উন্নয়ন সহ সকল কাজে তার অবদান অনেক।আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
কবিরুল ইসলাম মজুমদার এর স্মরণ সভায় উপস্থিত থেকে তার স্মৃতিময় দিন গুলো নিয়ে বক্তব্য প্রদান করেন কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো:জিয়াউদ্দিন চৌধুরী, প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার এর স্ত্রী শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া বেগম। এসময় তিনি প্রয়াত স্বামীর স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কলেজের অধ্যক্ষ সহ সকলের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। একইভাবে তিনি ধন্যবাদ জানান মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়কে তার প্রয়াত স্বামী শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য।
প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে এসময় বক্তব্য রাখেন মেহার উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক গোলাম সারওয়ার।
এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী,শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইমতিয়াজ সিদ্দিকী তোহা প্রমুখ।
সবশেষে প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার সহ সকল প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে তাবারুক বিতরণ করা হয়।