মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
শাহরাস্তিতে সাংবাদিক নেতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ আগস্ট) বিকেলে পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারস্থ জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম খতিব মাওলানা মোহাম্মদ শাহজাহান ।ওই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার অফিস প্রধান মো. মাসুদ রানা দোয়া ও মাগফেরাত কামনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ।পরে ওইদিন সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর বর্ণাঢ্যময় জীবন ও দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির চাঁদপুরের আপামর মানুষের কল্যাণে তথা চাঁদপুরে উন্নয়নে ভূমিকা শীর্ষক বিষয়ে আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আবারো বিশেষ দোয়া করা হয়।