শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে জামালপুরের সাংবাদিক দৈনিক মানবজমিন ও ৭১ টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন, রবিবার দুপুর দেড়টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও ইলশেপাড় পত্রিকার ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন ও দৈনিক চাঁদপুর দর্পন অফিস প্রধান মোঃ মাসুদ রানা, দৈনিক ডেইলি স্টারের শাহরাস্তি প্রতিনিধি,প্রাক্তন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠের সৌদি আরব প্রতিনিধি রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হ্নদয়,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চাঁদপুর প্রবাহ ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাব সদস্য জাহাঙ্গীর আলম রতন,মানবখবর পত্রিকার মফস্বল সম্পাদক ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,খন্দকার মনিরুজ্জামান শান্ত, সৈয়দ মোকাদ্দেস হোসেন, নুরে আলম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায়, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন,ইতিমধ্যেই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামী চেয়ারম্যান বাবু ও চিহ্নিত সন্ত্রাসীরা পুুলিশের হাতে আটক হয়েছেন তার কঠিন শাস্তির দাবি জানান। সে সাথে সংবাদ কর্মীদের জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান।