চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের হাজী বাড়ীর পূর্ব পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়। সে মো. আবুল কাশেম হাজীর মেয়ে।
জানা গেছে, এদিন শিশুটি খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে শিশুর মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।