নিজস্ব প্রতিনিধি
পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। মঙ্গলবার (৮ আগস্ট) পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
এদিকে আটকে পড়া পর্যটকদের ৫০ শতাংশ রুমভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি। তবে একাধিক রিসোর্ট এই দুর্যোগের সময় একেবারে বিনামূল্যে থাকার সুযোগ দিচ্ছে- মেঘ বাতায়ন, অবকাশ, চান্দের বাড়ি রিসোর্ট, পাহাড়পুঞ্জি, রুইলুই কুইন রিসোর্ট, কাদম্বিনী, সাজেক ভ্যালি ইকো রিসোর্ট।
মেঘ বাতায়ন রিসোর্ট কর্তৃপক্ষ বলছে, ‘যারা অতিবৃষ্টিতে সাজেকে আটকা পড়েছেন তারা চাইলে আমাদের বাড়িতে আজকে গিয়ে থাকতে পারবেন। কোনো খরচ দিতে হবে না। আপনাদের বিপদে আমরা পাশে আছি আমরা’।
ঠিক একইভাবে উল্লিখিত রিসোর্টগুলোও বলছে, মানবতার কারণে আটকে পড়াদের সঙ্গে রয়েছে।
রুমানা আক্তার জানান, কয়েক দিনের টানা ভারি বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। জান-মালের নিরাপত্তার স্বার্থে বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাজেকে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন; তবে তারা নিরাপদে রয়েছেন।
ইউএনও বলেন, সাজেকে ২০টি মোটরসাইকেল, ২০টি জিপ ও চারটি মাহিন্দ্রাসহ বেশ কয়েটি প্রাইভেট কার রয়েছে।