বিশেষ প্রতিনিধি
দৈনিক শপথ, ডেইলি এক্সপ্রেস শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ও দূর্বার নিউজ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন তরুণ অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ প্রস্টেট জটিলতা ও মানসিক সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে তার নিজ বাড়ীতে অবস্থান করছেন। তাকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে গত ৩০ আগস্ট বুধবার বিকাল ৫ টায় তার বাড়ীতে ছুটে যান শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর আলম রতন,সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী, সুৃমন বিশ্বাস প্রমুখ। সৌদি আরব থেকে তার চিকিৎসার খোঁজ খবর নেন সহমর্মিতা জানান শাহরাস্তি প্রেসক্লাবের অন্যতম সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক ও নাট্যকার কবি, লেখক, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হ্নদয়।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক মোঃ রুহুল আমিন তরুণ এর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন ও প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।পাশাপাশি প্রেসক্লাবের নেতৃবৃন্দ চিকিৎসার জন্য তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।