চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে মূল্য তালিকা ও লাইসেন্স নবায়ন না থাকায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার অধিদপ্তর ২২ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার বিকেলে শহরে পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, আজ শহরের পুরান বাজারে মূল্য তালিকা না থাকায় মেসার্স মনির ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং হাজী ট্রেডার্সকে বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ২০ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।