নিজস্ব প্রতিবেদক
সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরো বলা হয়, ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।
এদিকে মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এই সময়েও দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে বলে জানানো হয়েছে।