চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর, রবিবার বিকেলে কালিয়াপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়র এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকি প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, আমরা কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি। যাদের অপরিসীম ত্যাগ ও মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তিনি আরো বলেন, রাজনীতিতে ভাইয়ে ভাইয়ে বিরোধ থাকতে পারে, বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আমরা এক ও অভিন্ন।