দক্ষিণী ইন্ডাস্ট্রিটির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সিনেমা পাড়ায় এই জুটির প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে নানান জল্পনায় আলোচনা-সমালোচনা করেন নেটিজেনরা।
তাদের ধারণা, চুপিসারে একে অপরের প্রেমে মজেছেন বিজয়-রাশমিকা। যদিও দুই বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন তারা। অবশেষে আর রাখঢাক না রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম নিবেদন করলেন রাশমিকা।
তবে প্রেম নিবেদনটি আসলে বিজয়কে করেছেন নাকি অন্য কাউকে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি এই অভিনেত্রী।
নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন রাশমিকা। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’
এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, সেটা বুঝতে আর বাকি নেই ভক্তদের।
প্রসঙ্গত, ‘ডিয়ার কমরেড’র সেটে একে অপরের প্রেমে পড়েন বিজয়-রাশমিকা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রাশমিকাকে।