চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. দীপু মনি বলেছেন, বিগত ১৫ বছর যাবত আমার জীবনে কোন ছুটি নেই। আমার জীবনে কোন শুক্রবার নেই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমি চাঁদপুরবাসীর সেবায় কাজ করেছি। এখন আপনাদের কাছে অনুরোধ, আগামী ৭ জানুয়ারি আপনাদের জীবন থেকে কয়েকটি ঘন্টা সময় দিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন। আমি যেন নির্বাচিত হয়ে আবারো আপনাদের সেবায় কাজ করতে পারি।
২৫ ডিসেম্বর শনিবার রাতে তিনি চাঁদপুর শহরের পুরানবাজার ৪নং ওয়ার্ডে নৌকার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী উঠোন বৈঠকে এসব কথা বলেন।
নৌকার সমর্থনে আয়োজিত নির্বাচনী উঠোন বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আয়োজনের অন্যতম উদ্যেগতা আলহাজ্ব নুরুল ইসলাম নুরু।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব সকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের আহবায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, পৌরসভার নারী কাউন্সিলর খালেদা বেগম, ফেরদৌসি বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।