চাঁদপুর-১ কচুয়া আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি বলেছেন, অর্থনৈতিকভাবে কচুয়া উপজেলাকে এগিয়ে নেয়ার পাশাপাশি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকুরির মাধ্যমে কর্মসংস্থানের প্রতি জোর দেয়া হবে। আপনারা আমাকে যে আশা উদ্দেশ্য নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমি উন্নয়নের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে স্থানীয় গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক কাজী এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারমান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: মোশারফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকার ও বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।