Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বরিশালের কাছে অসহায় আত্মসমর্পণ, হারের বৃত্তে সিলেটে

 

বিপিএলের গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। এমন দলই কি না চলতি আসরে অচেনা।রয়েছে হারের বৃত্তে ঢাকার প্রথম পর্বে সব ম্যাচ হারের পর ঘরের মাঠ সিলেটেও ভাগ্যের বদল ঘটেনি দলটির। বরিশালের কাছে অসহায় আত্মসমর্পণে টানা পঞ্চম হারের মুখ দেখেছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করেছিল ফরচুন বরিশাল। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের হার ৪৯ রানে।

পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল। তিন ম্যাচ পর জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। অন্যদিকে টেবিলের তলানীতে সিলেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৯ রান করেন তিনি। দীর্ঘদিন পর খেলতে নামা শামসুর রহমান খেলেন ২৫ রানের ইনিংস। চার নম্বরে ব্যাট করতে নেমে ২ রানেই সাজঘরে ফেরেন মাশরাফী।

মাত্র ৫২ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। এ অবস্থায় দলের হাল ধরে পাল্টা আক্রমণ শুরু করেন জাকির হাসান ও বেনি হাওয়েল। দুজনে গড়েন ৫৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। ফিফটির পথে ছিলেন জাকির নিজেও।

ব্যক্তিগত ৪৬ রানে মোহাম্মদ ইমরানের দ্বিতীয় শিকারে পরিণত হন জাকির। এরপর আর কেউই ক্রিজে টিকতে পারেননি। বরিশালের হয়ে একাই ৪ উইকেট নেন মোহাম্মদ ইমরান। এছাড়া খালেদ ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ২ রানে আউট হন তামিম ইকবাল। তিনে নামা প্রীতম কুমার ১ রানের বেশি করতে পারেননি।

তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করেন আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। এর মাঝে ৩০ বলে অর্ধশতক পূরণ করেন শেহজাদ। দারুণভাবে এগোতে থাকা বরিশালের ইনিংসে বাধা হয়ে আসেন সিলেটের বেনি হাওয়েল।

চার ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন হাওয়েল। যার শুরুটা করেন ব্যক্তিগত ২০ রানে সৌম্যকে ফিরিয়ে। এরপর শেহজাদ ও মুশফিকুর রহিমকেও সাজঘরের পথ দেখান এ অলরাউন্ডার।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন শেহজাদ। মুশফিক ফেরেন ২২ রানে। শেষদিকে সিলেটে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৩ বলে টি-২০ ক্যারিয়ারের ২০তম অর্ধশতকে পৌঁছান এ ব্যাটার।

শেষপর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন রিয়াদ। অন্যপ্রান্তে অপরাজিত ১৫ রানের ক্যামিও খেলেন মেহেদী মিরাজ। সিলেটের হয়ে হাওয়েল তিনটি এবং নাঈম হাসান ও এনগারাভা একটি করে উইকেট নেন।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
সাবিনা-সানজিদাদের বেতন সমস্যার সমাধান দিলো ফিফা
৩৩ বলে সেঞ্চুরির রেকর্ড
শর্তসাপেক্ষে জাতীয় ক্রিকেট দলের স্পন্সর রবি
১০০০তম ম্যাচে বছরের প্রথম গোলে রোনালদোর নতুন উদ্‌যাপন
ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা
টি-টোয়েন্টির সুপারস্টাররা বিপিএলে

খেলাধুলা এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫