চাঁদপুরের হাজীগঞ্জ পৌরশহরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতেরকে মৃত ঘোষণা করেন।
দুই শিশু হলো হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ বেপারী বাড়ীর রাইসা আক্তার (২) ও পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ মিজি বাড়ীর মো. ইয়ামিন (২)।
রাইসা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ী সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। তার বাবার বাড়ী ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।
অপরদিকে ইয়ামিনের পরিবাবার জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। পরে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।
দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ।