ছুটির দিনে ভিড় বেড়েছে বাণিজ্য মেলায়। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এই মেলা তৃতীয় সপ্তাহে এসে চিরচেনা রূপে ফিরেছে। ক্রেতা টানতে ব্যবসায়ীরাও আকর্ষণীয় অফারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা বেশ জমজমাট। গৃহস্থালি পণ্য, হোম টেক্স ও অন্যান্য পোশাক, কসমেটিকস, খাবারসহ বিভিন্ন স্টলে ক্রেতা সমাগম বেড়েছে। আর ব্যবসায়ীরাও লাভের অংক কমিয়ে পণ্য বিক্রিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বিক্রি কম। তবে আগামী কয়েকদিনে বেচাকেনা বাড়তে পারে। শুক্র ও শনিবারকে কেন্দ্র করে তারা আলাদা ছাড়ও দিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, খাদ্যপণ্যে স্পেশাল ছাড় দিচ্ছে বিস্ক ক্লাব। তাদের স্টলে ওয়েফার, কুকিজ ও কেকের স্পেশাল বক্সে ৩১০ টাকার আইটেম পাওয়া যাচ্ছে ২৪৯ টাকায়। এর সঙ্গে থাকছে বক্স ফ্রি। পোশাক ও ক্রোকারিজ আইটেমেও রয়েছে ছাড়।
মেলায় ক্লাসিক্যাল হোমটেক্স বিশেষ ডিসকাউন্টে কম্বল, কমফি, ব্রেড কাভার, পিলো, কাশমিরি চায়না পর্দা বিক্রি করছে। হোমটেক্সও দিচ্ছে কম্বল, বিছানার চাদরসহ বিভিন্ন পণ্য। প্রভিডেন্স দিচ্ছে জুতা, জ্যাকেট, শার্ট, পলো শার্ট, প্যান্টসহ আরো কয়েকটি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
এদিকে মেলায় খাবারের দাম বেশি রাখা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন। এক গৃহবধূ বলেন, স্টলগুলোতে খাবারের দাম বেশি রাখা হচ্ছে। খাবারের মান ও পরিমাণ অনুযায়ী দাম কম হওয়া উচিত। এক ছাত্রী বলেন, স্টলগুলোতে খাবারের বাড়তি দাম নেয়া হচ্ছে। অধিকাংশ স্টলে মূল্য তালিকা নেই। কেউ কেউ আবার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দাম নিচ্ছেন।
উল্লেখ্য, রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এ মেলা। ছুটির দিন খোলা থাকে রাত ১০টা পর্যন্ত।