চাঁদপুরের শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়,শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ০৫ (পাঁচ) বৎসর করে সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ড মাদক মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী ছিলেন মোঃ আলমগীর হোসেন আলম এবং শাহীন আক্তার।
রোববার, ১১ ফেব্রুয়ারি শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, মোহাম্মদ আলমগীর হোসেন এর দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/কিশোর বড়ুয়া, এসআই (নিঃ)/জনি কান্তি দে, এএসআই (নিঃ)/মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাজা জিআর-২৪/২০ (শাহরাস্তি), এস/সি-৩১১/২০২২, শাহরাস্তি মডেল থানার মামলা নং-০৫, তাং-১৩/০২/২০২০ইং, ধারা-২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/১৪(খ)/৪১ এর ০৫ (পাঁচ) বৎসর করে সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ড জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ আলমগীর হোসেন আলম, পিতা-মৃত মোস্তফা কামাল, মাতা-আরুছা খাতুন, ২। শাহীন আক্তার, স্বামী-মোঃ আলমগীর হোসেন আলমগীর, মাতা-জরুফা খাতুন, উভয় সাং-দেবীপুর (হাজী বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরদ্বয়কে দেবীপুর এলাকা হতে গ্রেফতার করতঃ পরবর্তীতে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।