কৃষিই সমৃদ্ধি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে, নোয়াখালী লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও শাহরাস্তি উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী উপজেলা কৃষি মেলা শুরু হয়েছে। ১৩ই ফেব্রুয়ারী, মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও স্টল পরিদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন চাঁদপুর–৫ আসনের সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিফ উদ্দিন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার মজুমদার প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবন, সমৃদ্ধি ও উন্নয়ন বিষয়ক ১১ টি স্টল অংশগ্রহণ করে। এটি ১৫ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।