নতুন প্রেমে মজেছেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। রাশিয়ান সমাজকর্মী এলসিনা খায়রোভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এ প্রেমিকার অ্যাপার্টমেন্টে রাত্রিযাপন করছেন ৬১ বছর বয়সী টম। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন টম ক্রুজ। পাঁচ তারকা রাফেল হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম। এ ইভেন্টে টম-এলসিনার রসায়ন তাদের প্রেমের খবরকে আরো উসকে দেয়।
একটি সূত্র ডেইলি মেইলকে বলেন, ‘এলসিনার সার্কেলে বিষয়টি খুবই পরিচিত। এলসিন এবং টম এখন আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন।’
১০ মিলিয়ন পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টে প্রেমিকার সঙ্গে রাত্রিযাপন করছেন টম। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘এলসিনার অ্যাপার্টমেন্টে রাত্রিযাপন করছেন টম। আপনি কল্পনাও করতে পারবেন না অ্যাপার্টমেন্টটি কতটা সুন্দর! তারা একসঙ্গে ঘোরাঘুরি করছেন। অনেক সম্পদের মালিক হওয়ার পরও তারা এমন কিছু কর্মকাণ্ড করছেন, যা সাধারণ দম্পতিরা করে থাকেন।’
গত কয়েক সপ্তাহে টম-এলসিনা খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। যদিও তারা একসঙ্গে ক্যামেরায় ফ্রেমবন্দি হননি। কারণ তারা এ সম্পর্কের খবরটি গোপন রাখতে চান।