মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নুসরাত জাহান নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মো. হাসানের মেয়ে।
০৫ ফেব্রুয়ারি,সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ‘রিগ্যাল ফার্ণিচার শো-রুমে’র সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলা কমপ্লেক্স সংলগ্ন গজারিয়া উপজেলা সড়ক ধরে হেঁটে আসছিলেন নাসরিন আক্তার। তার পাঁচ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান তার সঙ্গে ছিল। তারা রিগাল ফার্নিচার শো-রুমের সামনে আসলে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ান। তবে এ সময় নুসরাত মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে সে মারা যায়।
ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, আমরা অটোরিকশা চালককে শনাক্ত করার চেষ্টা করছি।