চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণ চুরির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ ও অভিযোগের আলোকে জানা যায়,
গত ৪ এপ্রিল শাহরাস্তি থানাধীন নিজ মেহের কালীবাড়ি মাজার রোডে, পপি শিল্পালয় জুয়েলারি দোকানে ভোর পাঁচটা হইতে সকাল ৯ঃ০০ টার ভিতরে দোকানে প্রবেশ করে ছয় ভরি দশ আনা ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই ব্যাপারে রিপন মজুমদার, পিতা-কমল মজুমদার,সাং-ছিখুটিয়া(কবিরাজ বাড়ী) থানা-শাহরাস্তি, জেলা চাঁদপুর এর এজাহারের প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৪, তারিখ- ০৬ এপ্রিল, ২০২৪; জি আর নং-৫৩, তারিখ- ০৬ এপ্রিল, ২০২৪; ধারা- 461/380 The Penal Code, 1860 রুজু করা হয়। পরবর্তীতে ইং ০২/০৫/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মর্ম সিংহ ত্রিপুরা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ সোহেল (৩০), পিতা-মৃত সোনা মিয়া প্রকাশ ইদ্রিস, সাং-ইষ্টগ্রাম (হাজী বাড়ী), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-কালামুড়িয়া (মাজার বাড়ী), থানা-কসবা,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর কথিত ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ছাতিপট্টি স্বর্ণের মাকের্টস্থ মদিনা ম্যানশনের ফজলে রাব্বী জয়েলার্স নামক দোকান ঘরে ধৃত আসামীর বিক্রিত পৃথক পৃথক ভাবে (১) ওজন ০৯.৪৪ (২) ৮.৮০ গ্রাম গলিত স্বর্ণ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।