আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ওমর ফারুক রুমি। তিনি ৯ মে, বৃহস্পতিবার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী পথসভা ও উঠান বৈঠক করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া মিজান মেম্বারের বাড়িতে উঠান বৈঠকের বক্তব্যে বলেন, আনারস প্রতীক আমার একার নয় এটা শাহরাস্তিবাসীর আমি আপনাদের ঐক্য দেখে আনন্দিত, তিনি বলেন এই নির্বাচনে আমি বিশাল ভোটে জয়ী হব আমার বিশ্বাস। তিনি এও বলেন নির্বাচনে জয় পরাজয় আছে আমি পূর্বে যেমন আপনাদের সাথে ছিলাম, নির্বাচনের পরেও আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই আপনারা আমাকে দোয়া করবেন। মাইন উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের পরিচালনায়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, আওয়ামী লীগ নেতা মোঃ মুক্তার হোসেন মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম দীপু, তাঁতীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মান্নান বেপারী, শাহ মোহাম্মদ এনামুল হক কমল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ মাহফুজুল কবির,চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাস্টার সহ এলাকার গুণমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।