ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২০ মে, সোমবার সকাল দশটায় পৌর শহরের মেহের কালিবাড়ি মাঠে শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এস আই মোঃ রোকনুজ্জামান এর পরিচালনায়,অনুষ্ঠানে অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)রাশেদুল হক চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), রিজওয়ান সাঈদ জিকু, সহকারী কমিশনার( ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সুফিয়া সুলতানা,ওসি (তদন্ত) মর্মসিংহ ত্রিপুরা, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম,খিলাবাজার পুলিশ বাড়ির অফিসার ইনচার্জ সুব্রতসহ নির্বাচনী কাজে আইনশৃংখলায় নিয়োজিত সদস্যরা অংশগ্রহণ করেন।