‘ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্রা ঈদ। কোরবানি দে কোরবানি দে শোন খোদার ফরমান্ তাকিদ্।’
ঈদুল আজহা বা কোরবানির ঈদ নিয়ে বহু গান, কবিতা, গজল রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এসব লেখায় তিনি কোরবানির ঈদের দার্শনিক গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন ভিন্ন রূপে।
আজ সোমবার (১৭ জুন) সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্যাপিত হয়। এরই মধ্যে শনিবার পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই রোববার ঈদ উদ্যাপিত হয়েছে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা। আজ সকালে নতুন কাপড় পরে সুগন্ধি মেখে মসজিদ কিংবা ঈদগাহে এক কাতারে দাঁড়াবেন ধনী–নির্ধন সবাই। রাজধানী ঢাকায় প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায়। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হচ্ছে ঈদের পাঁচটি জামাত। সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা অবধি চলবে এই জামাতগুলো। ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বড় জামাতগুলো হয়ে থাকে। দূরদূরান্ত থেকে এমনকি ভিন্ন জেলা থেকেও মুসল্লিরা শরিক হন ঈদের জামাতের এই মহামিলনে।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হবে পশু কোরবানি। বাংলাদেশে সাধারণত গরু বা ছাগল কোরবানি দেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে দুম্বা, ভেড়া ও উট কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। আমাদের এ অঞ্চলে শত বছর বা তারও আগে সাধারণত বকরি বা ছাগল কোরবানি দেওয়া হতো। এ জন্য এই ঈদ ‘বকরি ঈদ’ বা ‘বকরিদ’ নামেও প্রচলিত। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এ অঞ্চলে গরু কোরবানি দেওয়া বাড়তে থাকে।
আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। এ উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের দৃষ্টান্ত। আল্লাহর নির্দেশে নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে অতুলনীয়।
পবিত্র ঈদুল আজহা তাই আত্মত্যাগে ডুবে যাওয়ার দিন। এর শিক্ষা হলো, মনের পশুকে জবেহ করে নিজেকে খোদায়ী রঙে সাজিয়ে তোলা। সব ধরনের অন্যায়, অবিচার, মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে সাহসের সঙ্গে গর্জে ওঠা। সুরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের জবাই করা পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের মনের তাকওয়া। আর এই তাকওয়া মানে হচ্ছে, আত্মশুদ্ধি, নিষ্কৃতি লাভ করা, ভয় করা। অর্থাৎ আল্লাহকে ভয় এবং তাঁর সন্তুষ্টি লাভের আশায় অপরাধ, অন্যায় ও আল্লাহর অপছন্দের কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম তাকওয়া।
ধর্মীয় বিধানমতে, যিনি কোরবানি করবেন, তিনি পাবেন এক ভাগ মাংস। বাকি দুই ভাগ আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দেবেন। সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার জন্যই এমন বিধান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ আজ বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এক সংবর্ধনার আয়োজন করেছেন।
ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্র আয়োজন করেছে বিশেষ সংখ্যার। ঈদের ছুটিতে পাঠক যেন তথ্য ও বিশ্লেষণ থেকে বঞ্চিত না হন, এ জন্য ছাপা সংবাদপত্র বন্ধ থাকলেও চালু থাকছে অনলাইনগুলো।