Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

শান্তিনগরে শ্রমিক নেতা গুলিবিদ্ধ, আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শান্তিনগরে শ্রমিক নেতাকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ও তার গৃহকর্মী মো. রুবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ডিবি জানিয়েছে, গত রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার বিকেলে কর্ণফুলী গার্ডেন সিটির কাছে অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে আহত হন মানিক (৪৫)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মানিক।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ও তার গৃহকর্মী মো. রুবেলকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

কর্ণফুলী গার্ডেন সিটি পার হওয়ার সময় মানিক গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে বাচ্চু এমন দাবি করলেও পুলিশ কর্ণফুলী ও আশপাশের এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পায়নি।

ডিবি কর্মকর্তা মিশু বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মানিককে বাচ্চুর বাসায় আহত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাচ্চু রুবেলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন। বাচ্চু বলেছেন, রুবেল আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন, তখন ঘটনাক্রমে গুলি লাগে।

প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বাচ্চু ও রুবেলকে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে রিমাণ্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে জানিয়ে মিশু বিশ্বাস আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা উদঘাটন হবে।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ
সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
সরকারি ওয়েবসাইটে চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’!
একইদিনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়বে দিনের তাপমাত্রা

জাতীয় এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।