Header Border

ঢাকা, শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)

পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ: আতঙ্কে দিন কাটছে লেবাননের বাসিন্দাদের

গত দুই দিন ধরে লেবাননে হাজার হাজার তারহীন যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। আহত হয়েছে ৩ হাজারের বেশি। ফলে দেশটির বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার লেবাননের এক নারী বিবিসিকে বলেন, ‘যেকোনো শব্দে আমরা যা দেখেছি তার অর্থ গণহত্যা। যুবকরা হাতে, কোমরে, চোখে আঘাত নিয়ে রাস্তায় হাঁটছিল। তারা কিছু দেখতে পাচ্ছিল না।’

তিনি আরও বলেন, ‘এক আতঙ্কের রাজ্য মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা এখন একে অপরের পাশে হাঁটতে ভয় পাচ্ছে। আর সত্যি করে বলতে এই পরিস্থিতিটি খুই ভয়ঙ্কর।’ 

দক্ষিণ লেবাননের এক বাসিন্দা বলেছেন, ‘আমরা আমাদের উদ্বেগ ও ভয় লুকাতে পারছি না। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য আমাদের যে ভয় ও উদ্বেগ তা আমরা লুকাতে পারছি না।’

অন্য আরেকজন নারী জানিয়েছেন, তিনি একটি সম্মেলনে যাচ্ছেন। কিন্তু হয়তো যেতে পারবেন না। 

তিনি বলেছেন,‘পুরো লেবাননজুড়ে বিভ্রান্তি, অস্বস্তি ও উদ্বেগ বিরাজ করছে।’  

একজন বলেছেন, ‘আমরা জানি না আমাদের ফোন নিরাপদ কি না।’

মঙ্গলবার দেশটিতে প্রায় ৫ হাজার পেজার বিস্ফোরিত হয়েছে। পেজার বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত ও ২ হাজার ৭৫০ জন আহত হয়েছে। এর ঠিক পরের দিন আবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে লেবাননের মানুষ এখন ভয়ে ভয়ে দিন পার করছে। 

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগাযোগের জন্য ওয়াকিটকিও ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, এজন্যই পেজারের পর ওয়াকিটকির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

হিজবুল্লাহ এ দুই দিনের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু ইসরায়েল এখন অবধি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি।

তবে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা করেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ‘যুদ্ধের একটি নতুন পর্বের সূচনা করছে’ ইসরায়েল।

সূত্র : বিবিসি 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
এবার মোদির পদত্যাগের ‘একদফা’ দাবি
সিকিমে প্রবল ধসে ৯ জনের মৃত্যু, আটক ২০০০ পর্যটক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস
বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার : আন্তোনিও গুতেরেস
ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

আন্তর্জাতিক এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক: ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,  প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত। বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫