হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তিতে জামিনে এসে মামলার বাদীকে হত্যার হুমকি প্রদান ও জমি সংক্রান্ত বিরোধের যেরে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়: শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের বড় ভূঁইয়া বাড়ির সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ জামাল হোসেন (৩৬)এর জমি সংক্রান্ত বিষয়ে বিবাদীদের সাথে, বাদীর কথা কাটাকাটি হয়, একপর্যায়ে বাদী মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫)পিতা মৃত সিরাজুল ইসলাম, রোকেয়া বেগম (৪৫)স্বামী মোঃ সিদ্দিকুর রহমান, জামাল হোসেন(৩৬)বিবাদী মোহাম্মদ রাব্বি হোসেন (২১)পিতা মোঃ খোকন মিয়া গং দা এবং রট দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে বিবাদীর কবল থেকে আহতদের উদ্ধার করে, হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ছটার দিকে বাদির
বাড়ির পাশে। এ ব্যাপারে সিদ্দিকুর রহমান বাদী হয়ে তিন জনকে বিবাদী করে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন। শাহরাস্তি থানার মামলা নং ১২, তাং২৬/০৯/২০২৪।
ধারা ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪। অভিযুক্তরা হলেন, রাব্বি হোসেন( ২১)পিতা খোকন মিয়া, লাকি আক্তার(৩০)স্বামী খোকন মিয়া খাদিজা আক্তার(৩০পিতা মোহাম্মদ খোকন মিয়া । বাদীর ছেলে মোঃ জামাল হোসেন এই প্রতিনিধিকে জানান বিবাদীরা জামিনে এসে আমাদেরকে জবাই করে হত্যার হুমকি দেয়, বিষয়টি তিনি শাহরাস্তি থানাকে মৌখিক ভাবে অভিহিত করেছেন বলে জানান।