কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫), হারিখোলা বেদেপল্লির বাহরাম মিয়া (৬০) এবং দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকার আবুল কালাম (৩৮)।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের হারিখোলা মাজার সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসে থাকা সাত যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
সার্জেন্ট নাজমুল আরও বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।