শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার, ১৯ অক্টোবর শনিবার রাতে শাহরাস্তি থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক .আবদুর রহমান আরজু প্রমুখ।
থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জামায়াত নেতা ওবায়দুল হক, মো. সালাউদ্দিন, সাফায়েত উল্যাহ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারকে বরণ ও আবেগঘন পরিবেশে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।