নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রোববার, ২৭ অক্টোবর তিনি এ অনুমোদন দেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
২০১৬ সাল থেকে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক সুপারিশের কারণে অনেক শিক্ষক নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় বাধ্য হয়ে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ নেন। পরবর্তী গণবিজ্ঞপ্তিগুলিতে মেধাতালিকা অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএর নিয়োগ পরিপত্র অনুসারে, যেকোনো বয়সের ইনডেক্সধারী শিক্ষক মেধাতালিকা অনুযায়ী নতুন প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজের এলাকায় শূন্যপদ না থাকায় দেশের বিভিন্ন প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন।