লক্ষ্মীপুর প্রতিনিধি
দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরের মেঘনায় শুরু হচ্ছে ইলিশ শিকার। আজ রাত ১২টার পর থেকেই মূলত জেলেরা তাদের জাল নৌকা নিয়ে ইলিশ শিকার করতে মেঘনায় মোহনায় ছুটে যাবেন। এর আগে, নৌকা মেরামত, জাল বুনিয়ে প্রস্তুতি নিয়ে রাত ১২টার অপেক্ষায় আছেন তারা।
রোববার সকাল থেকে লক্ষ্মীপুরের রায়পুর, কলমনগর, রামগতি ও সদরের বিভিন্ন স্থানে জেলেরা মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, লক্ষ্মীপুরে সরকারি নিবন্ধিত জেলে ৪০ হাজার। তবে বেসরকারিভাবে এর সংখ্যা আরো বেশি। গত ১৩ অক্টোবর থেকে শুরু হয় মা ইলিশ রক্ষায় অভায়শ্রম। এ সময় সব ধরনের মাছ শিকার ক্রয়-বিক্রয়, আহরণ ও বাজারজাতসহ সব কার্যক্রম বন্ধ ছিল। তবে, নিষেধাজ্ঞার ২২ দিনের মধ্যে এখনো অনেকে প্রণোদনার চাল পাননি।
মৎস্য কর্মকর্তারা বলছেন, এবার প্রশাসনের পাশাপাশি মৎস্য দফতর কঠোর অবস্থানে থাকায় জেলেরা নদীতে নামার সুযোগ পায়নি। ফলে ইলিশ উৎপাদন অনেক বাড়বে। মা ইলিশ রক্ষায় কার্যত হয়েছে বলে জানান তারা।